মা হচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। এই নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েক মাস ধরেই। তবে সপ্তাহ খানেক আগে অনুরাগীদের সেই খবর জানিয়েছেন বিপাশা-করণ। সম্প্রতি কালো পোশাকে ম্যাটার্নিটি ফটোশুট করেলেন অভিনেত্রী। কিছুদিন আগে অন্তঃসত্ত্বাকালে সাদা পোশাকে ম্যাটার্নিটি ফটোশুট করেছিলেন সোনম কাপুরও। নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হবু মা বিপাশা।
এক সাক্ষাৎকারে বিপাশা জানালেন, হবু বাবা-মা চাইছেন তাঁদের একটা মেয়ে-ই হোক। বং বিউটি বিপাশা জানিয়েছেন, অন্তসত্ত্বা হওয়ার খবর জানার পর থেকেই তাঁদের দুজনের খুব ইচ্ছে তাঁদের মেয়ে হোক। নিজেদের মধ্যে হবু সন্তানকে নিয়ে কথা হলে দুজনে ভাবেন, তাঁদের কোল আলো করে মেয়েই আসছে। মা হওয়ার পরপরই কাজে ফিরবেন বলেও জানালেন বিপাশা।
Dev-Ishaa: মুক্তি পেল ছবির প্রথম গান 'চুম্বক মন', 'কাছের মানুষ' দেবের সঙ্গে রসায়ন কতটা জমল ঈশার?