শনিবার সকালেই সুখবর দিয়েছেন বঙ্গ তনয়া বিপাশা বসু। অভিনেত্রী জন্ম দিয়েছেন ফুটফুটে কন্যা সন্তানের। দিন কয়েক আগেই আলিয়া রণবীরের কোল আলো করেও এসেছে কন্যা সন্তান। তাই বলাই বাহুল্য বলিউডে এখন কার্যত খুশির হাওয়া। করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের ছ'বছরের মাথায় ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন বিপাশা বসু। ইতিমধ্যেই নামও ঠিক করে ফেলেছেন তাঁরা।
তবে নামের ক্ষেত্রে বাঙালিয়ানা বজায় রেখেছেন দুজনেই। নবজাতকের ছোট্ট গোলাপি পা দু'হাতে ধরে রয়েছেন বিপাশা করণ, সেই ছবিই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে তারকাজুটি জানিয়েছেন মেয়ের নাম দেবী বসু সিংহ গ্রোভার।
প্রসঙ্গত, চুটিয়ে মাতৃত্বকাল উপভোগ করেছিলেন বিপাশা বসু। সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন একাধিক ছবিও। ২০১৫ সালে ভূষণ প্যাটেলের ছবি 'এলোন'-একসঙ্গে অভিনয় করেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম। ২০১৬ সালে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বিয়ের ৬ বছর পর ২ থেকে তিন হলেন তারা।