অবশেষে ফুটফুটে কন্যা সন্তানের মুখ দেখালেন বিপাশা বসু। বুধবার ইন্সটাগ্রামে মেয়ে দেবীর দুটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। এই প্রথম সারা বিশ্বের সঙ্গে পরিচয় দেবীর। বিপাশা কন্যার ভুবন ভোলানো হাসিতে মজেছে নেট দুনিয়া।
নভেম্বর মাসে বিপাশা করণের কোল আলো করে আসে তাঁদের মেয়ে, বাবা মা নাম রাখলেন দেবী, সেই থেকেই দেবীকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন বিপাশা করণের ফ্যানেরা।
২০১৬ সালে করণ সিং গ্রোভরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন বঙ্গ তনয়া বিপাশা বসু।