ফুটফুটে কন্যা সন্তানের মুখ তো প্রকাশ্যে বেশ কয়েকদিন আগেই এনেছেন বিপাশা বসু। বিপাশা কন্যার ভুবন ভোলানো হাসিতে মজেছে নেট দুনিয়া। মেয়ের ভাল নাম দেবী, সে কথাও জানিয়েছিলেন আগেই, এবার জানালেন মেয়ের ডাক নামও। বং সেলেবের মেয়ে বলে কথা, একটা জুতসই ডাকনাম না থাকলে হয়?
দেবীর ডাক নাম মিষ্টি। সোশ্যাল মিডিয়ায় বিপাশা জানিয়েছেন, তার মেয়ে মিষ্টি তো বটেই, ডাক নামও মিষ্টি।
Srijit Mukherji-Dev: সৃজিতের ছবিতে সিরাজের চরিত্রে দেব? ধোঁয়াশা কাটালেন অভিনেতা নিজেই
নভেম্বর মাসে বিপাশা করণের কোল আলো করে আসে তাঁদের মেয়ে। ২০১৬ সালে করণ সিং গ্রোভরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন বঙ্গ তনয়া বিপাশা বসু।