বিরসা দাসগুপ্ত এখন ভয়ানক ব্যস্ত। আগামী মাস থেকেই শুরু হচ্ছে 'ব্যোমকেশ এবং দুর্গরহস্য'এর শুটিং। তার আগে পরিচালক টিপস নিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। একসঙ্গে ছবিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
দিবাকর নাকি বিরসাকে টিপসও দিয়েছেন ব্যোমকেশ নিয়ে। হিন্দিতে ব্যোমকেশ বক্সির ছবি বানিয়ে বেশ জনপ্রিয় হয়েছিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায়।
তবে দিবাকর এবং বিরসার মধ্যে শুধুই সত্যান্বেষীর সম্পর্ক নয়। বিরসার স্ত্রী বিদিপ্তার কাকা হন দিবাকর, তাই সাক্ষাৎ ছিল নেহাতই পারিবারিক। তবে ছবি নিয়ে নাকি টিপস পেয়েছেন বিরসা।