মাঠে খেলতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষ্মী থাকল অভিনেতা বিশ্বনাথ বসুর ছোট ছেলে । অভিযোগ, প্রতিবেশীর হাতে নিগ্রহ হতে হয়েছে ৮ বছরের হিমায়ন বসুকে । তাকে নাকি প্রস্রাব চেটে পরিষ্কার করতে বলা হয়েছিল বলে অভিযোগ । জানা গিয়েছে, হাতে চোটও পেয়েছে হিমায়ন । হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাকে । ওই প্রতিবেশীর বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় গড়ফা থানায় এফআইআর করেছেন বিশ্বনাথ ।
জানা গিয়েছে, রবিবার সন্ধে নাগাদ বাড়ির সামনেই একটি মাঠে খেলতে গিয়েছিল বিশ্বনাথের দুই ছেলে বিশ্বায়ন ও হিমায়ন । খেলার মাঝেই ফ্ল্যাটের উল্টো দিকের একটি বাড়ির সামনে নালার সামনে প্রস্রাব করে হিমায়ন । অভিযোগ, সেইসময়, বাড়ির মালিক বেরিয়ে এসে হিমায়নের হাত মুচড়ে দেন । সেইসঙ্গে, প্রস্রাব জিভ দিয়ে চেটে পরিষ্কার করার হুকুম দেন ওই প্রতিবেশী । অভিনেতার স্ত্রী দেবিকা বসু আনন্দবাজারকে জানিয়েছেন, তাঁদের বড় ছেলে সেইসময় ভাইয়ের হাত ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে ওই ব্যক্তিকে । সেইসময় তাকেও প্রস্রাব চেটে পরিষ্কার করে দেওয়ার কথা বলে ওই ব্যক্তি ।
বিশ্বনাথ জানিয়েছেন, হাত মুচড়ে দেওয়ায় চোট পেয়েছে ছোট্ট হিমায়ন । বেসরকারি এক হাসপাতালে তার এক্স রে করানো হয় । রিপোর্ট থেকে জানা যায়, হাড় ডিসলোকেট হয়েছে হিমায়নের । বিশ্বনাথের কথায়, ঘটনাটা কল্পনাতীত। এরকম আশা করা যায় না । শারীরিক চোটের পাশাপাশি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমায়ন । তবে, হাতে চোট নিয়েই সোমবার স্কুলে পরীক্ষা দিতে গিয়েছে সে । বিশ্বনাথ জানিয়েছেন, বয়স খুব কম, তাই ঘটনাটা ভুলতে একটু সময় লাগবে হিমায়নের ।