Biswanath Basu : 'প্রস্রাব চেটে পরিষ্কার কর', বিশ্বনাথ বসুর ছেলেকে নিগ্রহের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

Updated : Feb 26, 2024 22:25
|
Editorji News Desk

মাঠে খেলতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষ্মী থাকল অভিনেতা বিশ্বনাথ বসুর ছোট ছেলে । অভিযোগ, প্রতিবেশীর হাতে নিগ্রহ হতে হয়েছে ৮ বছরের হিমায়ন বসুকে । তাকে নাকি প্রস্রাব চেটে পরিষ্কার করতে বলা হয়েছিল বলে অভিযোগ । জানা গিয়েছে, হাতে চোটও পেয়েছে হিমায়ন । হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাকে । ওই প্রতিবেশীর বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় গড়ফা থানায় এফআইআর করেছেন বিশ্বনাথ ।

কী ঘটেছে ?

জানা গিয়েছে, রবিবার সন্ধে নাগাদ বাড়ির সামনেই একটি মাঠে খেলতে গিয়েছিল বিশ্বনাথের দুই ছেলে বিশ্বায়ন ও হিমায়ন । খেলার মাঝেই ফ্ল্যাটের উল্টো দিকের একটি বাড়ির সামনে নালার সামনে প্রস্রাব করে হিমায়ন । অভিযোগ, সেইসময়, বাড়ির মালিক বেরিয়ে এসে হিমায়নের হাত মুচড়ে দেন । সেইসঙ্গে, প্রস্রাব জিভ দিয়ে চেটে পরিষ্কার করার হুকুম দেন ওই প্রতিবেশী । অভিনেতার স্ত্রী দেবিকা বসু আনন্দবাজারকে জানিয়েছেন, তাঁদের বড় ছেলে সেইসময় ভাইয়ের হাত ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে ওই ব্যক্তিকে । সেইসময় তাকেও প্রস্রাব চেটে পরিষ্কার করে দেওয়ার কথা বলে ওই ব্যক্তি ।

কী বলছেন বিশ্বনাথ ?

বিশ্বনাথ জানিয়েছেন, হাত মুচড়ে দেওয়ায় চোট পেয়েছে ছোট্ট হিমায়ন । বেসরকারি এক হাসপাতালে তার এক্স রে করানো হয় । রিপোর্ট থেকে জানা যায়, হাড় ডিসলোকেট হয়েছে হিমায়নের । বিশ্বনাথের কথায়, ঘটনাটা কল্পনাতীত। এরকম আশা করা যায় না । শারীরিক চোটের পাশাপাশি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমায়ন । তবে, হাতে চোট নিয়েই সোমবার স্কুলে পরীক্ষা দিতে গিয়েছে সে । বিশ্বনাথ জানিয়েছেন, বয়স খুব কম, তাই ঘটনাটা ভুলতে একটু সময় লাগবে হিমায়নের ।

Biswanath Basu

Recommended For You

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?