দীর্ঘদিনের বয়ফ্রেন্ড নূপুর শিখারের সঙ্গে বাগদান সেরে ফেললেন আমির খানের কন্যা আইরা খান। নূপুর ও আইরার বাগদান কবে হবে, বিয়েই বা হবে কবে, তা নিয়ে টিনসেল টাউনের অন্দরে জল্পনা ছিলই। সেই জল্পনায় ইতি পড়ল আপাতত। নিজের ইনস্টাগ্রাম থেকে বাগদানের অনুষ্ঠানের ছবি পোস্ট করেন আমির-কন্যা। এই বাগদান পর্বটি সম্পন্ন হয়েছে আয়রনম্যান ইতালিতে। যেখানে প্রতিযোগী হিসাবে অংশ নিয়েছেন নূপুর। রীতিমতো ফিল্মি কায়দায় তাঁকে বিয়ে করার প্রস্তাব হাঁটু মুড়ে বসে দিচ্ছেন নূপুর শিখারে আর আইরা মুখে ঝলমলে হাসি নিয়ে বলে উঠছেন 'হ্যাঁ', এমন একটি ভিডিয়ো শেয়ার করেছেন আমির-কন্যা।
আমির খানের ফিটনেস প্রশিক্ষক এই নূপুর শিখারে। সেই সূত্রেই আইরার সঙ্গে প্রথমে আলাপ, তারপর প্রেম। আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে আইরার জন্ম ১৯৯৭ সালে। ছোট বয়সেই বাবা-মার বিচ্ছেদের সাক্ষী আইরা।
ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করার পরেই ফতিমা সানা শেখ সহ একাধিক সেলিব্রিটি শুভেচ্ছা জানান নূপুর-আইরাকে।
নূপুরের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি তিনি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। প্রেমিকের পরিবারের সঙ্গেও উৎসবে মেতে উঠতে দেখা গিয়েছে তাঁকে। তবে কি চলতি বছরেই চার হাত এক হবে? এখন সেটাই দেখার।