বয়স কেবলমাত্র একটি সংখ্যা। বিয়ে বা প্রেমের ক্ষেত্রে বয়স যে কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না সে কথা কাজে প্রমাণ করে দেখিয়েছেন অভিনেতা আশিস বিদ্যার্থী। ৬০ বছর বয়সে বিয়ে করলেন বলিউড অভিনেতা। পাত্রী অসমের রূপালি বড়ুয়া। কলকাতার একটি নামী ফ্যাশন ডিজাইনিং সংস্থায় কর্মরত। ‘কাকপক্ষী’ টের পাওয়ার আগেই ছাদনাতলায় তাঁরা।
Ashish Vidyarthi: নতুন ইনিংস শুরু হতে পারে যে কোনও বয়সেই, ৬০ বছরে বিয়ে করলেন অভিনেতা আশিস বিদ্যার্থী
জানেন তাঁদের প্রেমের শুরুটা কী ভাবে? জন্মসূত্রে অসমের মেয়ে হলেও এখন কলকাতায় কর্মরত তিনি। কলকাতার ফ্যাশন জগতের সঙ্গে ওঠাবসা রয়েছে রূপালির। সূত্রের খবর, একটি ফ্যাশন শ্যুটেই প্রথম দেখা কর্তা-গিন্নির। সেখান থেকেই ফোন নম্বর চালাচালি। তারপর সময়ের সঙ্গে সঙ্গে প্রেম জমে তাঁদের। এবার বিয়েটাও সেরে ফেললেন জুটিতে।
উল্লেখ্য, এর আগে শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়ার সঙ্গে বিয়ে হয়েছিল আশিস বিদ্যার্থীর। তাঁদের এক সন্তানও রয়েছে। এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশিস। বিয়ের পর্ব সেরে উচ্ছ্বসিত এই জুটি।