জীবনের যে কোনও ইনিংসই শুরু হতে পারে যে কোনও মুহূর্ত থেকে। তা আরেকবার প্রমাণ করে ৬০ বছর বয়সে বিয়ে করলেন বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী। পাত্রী অসমের রূপালি বড়ুয়া। কলকাতার একটি নামী ফ্যাশন ডিজাইনিং সংস্থায় কর্মরত। কলকাতার একটি ক্লাবেই সম্পন্ন হল তাঁদের শুভ পরিণয়। জন্মসূত্রে অসমের গুয়াহাটির বাসিন্দা হলেও পেশার টানে এখন কলকাতাবাসী রূপালি। ২৫ মে কলকাতাতেই ব্যক্তিগত পরিসরে সইসাবুদ করে আশিস বিদ্যার্থীর সঙ্গে বিয়ে সারলেন রূপালি।
কেরলের ট্রাডিশন্যাল মুন্ডু বা ধুতি আর কুর্তায় দেখা মিলল বরের। সঙ্গে গলায় ঝুলল অসমের ‘গামোছা’। অন্যদিকে সোনালি পাড়ের সাদা মেঘলা চাদরে সাজলেন রূপালি। পাড়ের উপর নজরকাড়া ময়ূরের নকশা। পোশাক অসমিয় হলেও সঙ্গে রইল কেরলের বিখ্যাত টেম্পল জুয়েলারি। আইনি মতে বিয়ে সারার পর সন্ধেবেলায় ছোট একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
উল্লেখ্য, এর আগে শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়ার সঙ্গে বিয়ে হয়েছিল আশিস বিদ্যার্থীর। তাঁদের এক সন্তানও রয়েছে। এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশিস। বিয়ের পর্ব সেরে উচ্ছ্বসিত এই জুটি।