বলিউড অভিনেতা রণবীর শোরের (Ranvir Shorey) দশ বছরের ছেলে হারুন আক্রান্ত হয়েছে কোভিডে (Covid 19)। ছেলের অসুস্থতার কথা একটি টুইট (Tweet) করে জানান অভিনেতা। সকলকে সাবধানও করেছিলেন তিনি সেই টুইটে। এই কারণেই রীতিমতো অপদস্থ হতে হল এই অভিনেতাকে।
তাঁর ছেলেকে নিয়ে একটি হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন রণবীর শোরে। অভিযোগ উঠেছে, এই অভিনেতা টুইট করে তাঁর ছেলের কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানাতেই হোটেল কর্তৃপক্ষ তাঁদের হোটেল ছেড়ে দিতে বলেন। কেন হোটেলে কোভিড রোগী রয়েছে, এই মর্মেও আপত্তি তুলেছিলেন হোটেলের অন্যান্য অতিথিরা।
অভিনেতার অভিযোগ, তিনি এই বিষয়ে কোনওরকমভাবেই হোটেলের সাহায্য পাননি। বরং তার বদলে তাঁকে হেনস্থার শিকার হতে হয়।
পুরো ঘটনাটি লিখে টুইট করেছেন রণবীর। ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘যাঁরা মাত্র একদিন আগেও আমার সঙ্গে সেলফি তুলতে চাইছিলেন, তাঁরাই এখন হোটেল কর্তৃপক্ষের কাছে বাড়তি ছাড় চাইছেন, টাকা ফেরত চাইছেন। মনে আমার প্রশ্ন জাগছে, এই পৃথিবীতে কি সত্যিই সততা বা মানবতার কোনও জায়গা আছে?’