হিন্দি ছবির জগতে নক্ষত্রপতন। প্রয়াত জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিক। বৃহস্পতিবার ভোররাতে অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ছিলেন একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
অভিনেতা অনুপম খের টুইট করে সতীশ কৌশিকের মৃত্যুর খবর জানান।
১৯৬৫ সালের ১৩ এপ্রিল হরিয়ানায় জন্ম গ্রহণ করেন সতীশ কৌশিক। প্রয়াত অভিনেতার অভিনয় জীবন শুরু মঞ্চ থেকে। একাধিক বিখ্যাত সিনেমায় তিনি অভিনয় করেছেন। তাঁর অভিনীত বিখ্যাত সিনেমাগুলি হল মিস্টার ইন্ডিয়া (১৯৮৭), দিওয়ানা মাস্তানা (১৯৯৭), রাম লাখন (১৯৯০), সাজন চলে সসুরাল (১৯৯৭)।