Tota Roychowdhury : বলিউডে অভিনয়ের পর টলিউডে 'কদর' বেড়েছে টোটা-র ? আক্ষেপ নেই

Updated : Dec 10, 2024 10:54
|
Editorji News Desk

নব্বইয়ের দশক । টলিপাড়ায় সেইসময় পর্দা কাঁপাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালরা । রূপোলি পর্দায় তখন সদ্য এন্ট্রি নিলেন আরও এক অভিনেতা । স্লিম, হ্যান্ডসাম,কোঁকরানো চুল... অভিনয়ে সদ্য হাতেখড়ি । তবে, সবথেকে বেশি নজর কাড়ল তাঁর নাচ । ব্রেক ডান্স । নব্বইয়ের দশকের বিনোদন জগতে শব্দটা নতুন নয় । সৌজন্য মিঠুন চক্রবর্তী । তবে, কমার্শিয়াল বাংলা সিনেমায় ব্রেক ডান্স-এর ট্রেন্ড খুব কম ছিল । আর সেখানেই বাংলা বিনোদন জগতে নতুন ট্রেন্ড সেট করলেন । টলিউড পেল টোটা রায়চৌধুরীকে । কাট টু ২০২৪ । ৪৮টা বসন্ত পার করে ফেলেছেন টোটা । অথচ ব্রেক ডান্সে এতটুকু 'ব্রেক' পড়েনি । সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে টোটার একটি নাচের ভিডিও । ব্রেক ডান্সে ফ্লোর মাতাচ্ছেন । সঙ্গে শান্তনু মৈত্র । নাচে শান্তনুর দক্ষতা নিয়ে বলার কিছুই নেই । কিন্তু, তাঁকেও রীতিমতো টক্কর দিয়েছেন টোটা । তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে তাঁকে নিয়ে । কেউ টোটাকে বলছেন টলিউডের হৃত্বিক রোশন,কারও কমেন্ট আবার উস্কে দিচ্ছে বিতর্কিত কিছু প্রশ্ন । যেমন অনেকে বলছেন, টলিউড টোটা-কে ঠিকভাবে ব্যবহার করতে পারেনি । সত্যিই কি তাই ? টোটার টলিউড জার্নিটা একবার ফিরে দেখা যাক

কলকাতার বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী পরিবারের ছেলে টোটা । তবে, জন্মের পর থেকে বড় হয়েছেন কিন্তু অন্য নামে । পুষ্পরাগ চৌধুরী । পারিবারিক ব্যবসায় ঝোঁক তাঁর কোনওদিনই ছিল না । ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন । সিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন । হঠাৎ তাঁর কাছে অভিনয়ের সুযোগ এল । তাও আবার বিখ্য়াত পরিচালক প্রভাত রায়ের সিনেমায় । সেই শুরু । পুষ্পরাগ থেকে হয়ে উঠলেন টোটা । অভিনয় তো বটেই, তবে, নাচের জন্য সবথেকে বেশি খ্যাতি অর্জন করলেন । জানেন কি, কলেজ জীবনে টোটা ব্রেক ডান্সের জন্য জনপ্রিয় ছিলেন । কিন্তু, টলিউড কি সত্যিই তাঁকে ব্যবহার করতে পারেনি ?

টোটার বাংলা সিনেমা কেরিয়ারের একেবারের প্রথম দিকে যাওয়া যাক । ১৯৯৩ সাল । প্রভাত রায়ের দুরন্ত প্রেম সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করলেন । তারপর তাঁর ঝুলিতে এল একের পর এক কমার্শিয়াল ছবি । তবে, বেশিরভাগই পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন । তারপর ঋতুপর্ণ ঘোষের ছবিতে অভিনয়ের সুযোগ । শুভ মহরৎ, চোখের বালি সিনেমায় অভিনয় করে মন জয় করে নিলেন টোটা । একটু অন্যধরনের সিনেমায় মন দেন । একইসঙ্গে টেলিভিশনেও অভিনয় শুরু করেন । তবে, কমার্শিয়াল সিনেমা থেকেও সরে যাননি । কিন্তু, কোথাও যেন 'নায়ক' হয়ে ওঠা হয়নি । বাংলা সিনেমায় যতটা তাঁর পাওয়ার জায়গা ছিল, ততটা তিনি পাননি । একটা সময় কদর করেনি তাঁকে টলিউড । এমনই মত চলচ্চিত্র জগতের সমালোচকদের । 

বারবার আক্ষেপ করেছেন টোটাও । সোশ্যাল মিডিয়ায় অভিমান ভরা একাধিক পোস্টও করেছেন । সম্প্রতি, এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে টোটা জানিয়েছেন, যখন কম বয়স ছিল, সেইসময় অনেক বেশি অ্যাকশনধর্মী সিনেমা করার ইচ্ছে ছিল । সেইসময় এই ধরনের সিনেমা বেশি হত । কিন্তু, টোটার দাবি বেশি সুযোগ তিনি পাননি । সেই একটা আক্ষেপ তো রয়েই যাবে সারাজীবন । 

বলিউড যোগ শুরু হল ২০১৬ থেকে । কাহানি টু সিনেমায় অভিনয় করেছিলেন । ২০১৮-তে 'হেলিকপ্টার ইলা', ২০২১-এ নেটফ্লিক্স সিরিজ দ্য গর্ল অন দ্য ট্রেন, আজিব দাস্তানস-এ অভিনয় করেন । তবে, তার মধ্যে দু-একটা বাংলা, আবার কন্নড় সিনেমায় অভিনয় করেছেন । ততদিনে 'ফেলুদা' হিসেবেও টলিউডে এন্ট্রি হয়ে গিয়েছে টোটার । ফেলুদা করার পর একটা বড় পোস্টও করেছিলেন টোটা । পোস্টের প্রতিটা ছত্রে যেমন ক্ষোভ, আক্ষেপ ছিল, তেমনই ধন্যবাদ জ্ঞাপন । 

২০২৩ । বড়পর্দায় মুক্তি পেল রকি অউর রানি কি প্রেম কাহিনী । চন্দন চট্টোপাধ্যায়ের ভূমিকায় নজর কাড়লেন । তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ মহেশ ভাট থেকে শাবানা আজমি, করণ জোহররা । ক্লাসিক্যাল ডান্সেও যে টোটা পারদর্শী, তা অনেকেই প্রথম জানতে পারেন ।

তবে, টোটা রায়চৌধুরী জানান, ব্রেকডান্সও যে তিনি করতে পারেন, তা অনেকেই জানেন না । তার প্রমাণ পাওয়া গেল বহু বছর পর চালচিত্র সিনেমায় । প্রতিম ডি’গুপ্ত পরিচালিত ছবি ‘চালচিত্র’ মুক্তি পাচ্ছে  । ‘জানি না মানে’ -তে টোটা এবং শান্তনুকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে । দু'জনেই জমিয়ে দিয়েছেন ডান্স ফ্লোর । এই গানেরই শ্যুটিং শেষে পরিচালক প্রতিম অনুরোধ করেন এই গানে টোটা যদি তাঁর মতো নাচতেন, তা হলে কেমন হত? পরিচালকের অনুরোধের পরই টোটা তাঁর স্টাইলে নাচেন । আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । 

সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুম্বইয়ের অনেকেই ‘ডোলা রে’ গানে নাচতে দেখে ভাবে সেটাই বোধ হয় তাঁর নৃত্যশৈলী। কিন্তু তিনি যে ব্রেকডান্সও করতে পারেন,সেটা অনেকেই জানে না । বাঙালি পুরুষও যে ভাল নাচতে পারে,সেটা প্রমাণ করতে পেরে ভাল লেগেছে তাঁর ।    

মুম্বই থেকে ডাকের পর বাংলায় নাকি কদর বেড়ে গিয়েছে টোটার । এমনটাই জানিয়েছেন খোদ অভিনেতা । অন্তত সেরকমই অনুভূতি তাঁর । এইসময়-কে জানিয়েছেন, আগে তাঁকে নিয়ে পরিচালকরা কাজ করতে চাইতেন, কিন্তু প্রযোজকরা টোটা-কে নিয়ে কনফিডেন্সটা পেতেন না । রকি অইর রানি-তে কাজ করার পর থেকে তাঁকে নিয়ে সবাই কাজ করতে চাইছে । 

তাহলে কি মুম্বইয়ে পাকাপাকি পাড়ি জমাবেন টোটা ? অভিনেতা জানিয়েছেন, প্রচুর কাজের অফার তো আসছে মুম্বই থেকে । কিন্তু, বাংলা ছেড়ে যাওয়ার তাঁর কোনও পরিকল্পনাই নেই । তাঁর কাছে সাফল্যের সংজ্ঞা আলাদা । কলকাতা, বাংলা তাঁর হৃদয় । আক্ষেপ আর তিনি করেন না । টোটার অনুভূতি, কেউ চট করে সাফল্য পেয়ে যান, কেউ আবার অনেক পরে । দ্বিতীয় শ্রেণিতে তিনি পড়েন । অনেক পরে সাফল্য তাঁকে ধরা দিয়েছে । তাই আক্ষেপ আর করেনন না । ভাল কাজ করে যেতে চান, ভাল কাজ উপহার দিতে চান দর্শকদের ।

tota roychowdhury

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন