বায়োপিক নিয়ে বলিউডের উৎসাহ বহুদিনই। অভিনেতা, ক্রীড়া ব্যক্তিত্ব, স্বাধীনতা সংগ্রামী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজনেস টাইকুন- বায়োপিক তৈরি হয়েছে বহু রক্তমাংসের চরিত্রকে নিয়েই। এবার সেই তালিকায় নতুন সংযোজন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বড় পর্দায় আসতে চলেছে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জীবন। দুই চলচ্চিত্র নির্মাতা বিনোদ ভানুশালী এবং সন্দীপ সিং মঙ্গলবার ঘোষণা করেছেন, তাঁরা ভারতরত্ন বাজপেয়ীর বায়োপিক (Film) নির্মাণের কাজে হাত দিচ্ছেন।
আরও পড়ুন: ফুটবলার নবাব ও হার না মানা নন্দিনীর লড়াইয়ের গল্প বলবে 'নবাব নন্দিনী, প্রকাশ্যে প্রোমো
প্রযোজক সন্দীপ সিং সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করে ঘোষণা করলেন এই ছবির। সোশ্যাল মিডিয়ায় ছবির ঝলক শেয়ার করে সন্দীপ লিখলেন, ‘অটল বিহারী বাজপেয়ী ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা নেতা। তাঁর বক্তব্য শুনেই পরাজিত হত শত্রুরা। যিনি দেশকে ইতিবাচকভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রগতিশীল ভারতের মানচিত্র তৈরি করেছিলেন।’
তবে নির্মাতারা কাস্টিং নিয়ে মুখ খোলেননি। বাজপেয়ীর ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে কৌতূহল জিইয়ে রাখতে চেয়েছেন তাঁরা। এনপি মেঞ্চার লেখা বই ‘আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স’ এর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হতে চলেছে এই ছবি। বিনোদ ভানুশালী এবং সন্দীপ সিং মিলিত ভাবে ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন।ট
বাজপেয়ীর জন্মদিন ২৫ ডিসেম্বর। আগামী বছর প্রয়াত প্রধানমন্ত্রীর ৯৯-তম জন্মবর্ষ। পরের বছর জন্ম শতবর্ষ পালিত হবে। শতবর্ষের কথা মাথায় রেখেই এখন বায়োপিক তৈরির উদ্যোগ নিয়েছেন নির্মাতারা।