৬৮ টা বসন্ত পার করেও রেখা এভারগ্রিন। হিন্দি ছবির 'উমরাওজান' -এর আজ জন্মদিন। ভানুরেখা জেমিনি গণেশন-এর জাদু কখনও অতীত হয়?
সিনেপ্রেমীদের কাছে রেখা এক শাশ্বত সৌন্দর্যের নাম, এক রহস্যময় চরিত্র। তাঁকে নিনে হাজারটা গুজব, তার কিছুটা সত্যি, কিছুটা নয়। এত আলোচনা, ফিসফাস, তবু এই সত্তর ছুঁইছুঁই রেখা এখনও কোনও মঞ্চে উঠলে বাক্রুদ্ধ সকলে। এমনই সম্মোহনী ব্যক্তিত্ব তাঁর।
World Mental health Day 2022:'মন ভাল নেই'? শরীরের মতোই মনের স্বাস্থ্যের দিকেও নজর দিন
'উমরাওজান', 'খুবসুরাত', 'ইজাজত', 'ঝুটি', 'সিলসিলা', 'উৎসব' 'বিজেতা', 'কলিযুগ' , 'জুবেইদা' একের পর এক ছবিতে দর্শকদের অবাক করেছেন রেখা। খুব শিগগির ওটিটি তেও দেখা যাবে তাঁকে। হিন্দি ছবির এই অভিনেত্রীর জন্য ইংরেজির একটি প্রবাদই যথেষ্ট- এজ ইস জাস্ট আ নাম্বার'।