ভানুরেখা জেমিনি গণেশন। গোটা দেশের প্রজন্মের পর প্রজন্মের কাছে যিনি শুধুই রেখা। তাঁর জাদু কি অতীত হয়? ৬৯ টি বসন্ত পাড় করেও আজও এভারগ্রিন, আজও রহস্যে ঘেরা রেখা। আজ রেখার জন্মদিন। দেখতে দেখতে সত্তরে পা দিলেন বলিউডের 'উমরাও জান'।
'উমরাওজান', 'খুবসুরাত', 'ইজাজত', 'ঝুটি', 'সিলসিলা', 'উৎসব' 'বিজেতা', 'কলিযুগ' , 'জুবেইদা' একের পর এক ছবিতে দর্শকদের অবাক করেছেন রেখা।
হিন্দি ছবির দর্শকদের কাছে রেখা এক শাশ্বত সৌন্দর্যের নাম, এক রহস্যময় চরিত্র। তাঁকে নিনে হাজারটা গুজব, তার কিছুটা সত্যি, কিছুটা মিথ। শত আলোচনা, শত ফিসফাস তাঁকে নিয়ে। তবু রেখা একবার মঞ্চে উঠলে বাক্রুদ্ধ সকলে। এমনই তাঁর ক্যারিশ্মা, এমনই সম্মোহন।