সোমবারের ভয়াবহ ভূমিকম্পে (Turkey-Syria earthquake) কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮। ভূমিকম্পের তীব্রতায় তাসের ঘরের মতো ঘরবাড়ির ভেঙে পড়ার (Turkey-Syria earthquake) ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইতিমধ্যেই ভারত সরকার এই বিপর্যয়ে দুই দেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। এবার বার্তা দিল বলিউডও।
প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, সোনি রাজদান, শিল্পা শেঠি এবং রাজকুমার রাও'রা নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে ভূমিকম্পে নিহতদের প্রতি শোকপ্রকাশ করেন।
টাইম ম্যাগাজিনের একটি পোস্ট শেয়ার করে নিজের ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) লেখেন:- 'মর্মান্তিক'। মিডল ইস্ট ম্যাটারসের পোস্ট রি-শেয়ার করে আলিয়া ভাট (Alia Bhatt) ক্যাপশন দেন:- অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা'।
রাজকুমার রাও (Rajkumar Rao) লেখেন:- 'তোমরা আমাদের প্রার্থনায় থাকবে সবসময় তুরস্ক ও সিরিয়া'।
আরও পড়ুন: মাকে খোঁজে সাবিয়া, ওমরকে খোঁজে বাবা-মা, তুরস্ক থেকে সিরিয়া উদ্ধারের দুই মুখ
উল্লেখ্য, সোমবার তিনবার ভূমিকম্প হয় (Turkey-Syria earthquake) তুরস্ক ও সিরিয়াতে। প্রতিবারই আগেরবারের থেকে কম্পনের তীব্রতা বেশি ছিল। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫,০০০-এর বেশি।