বছরের সবচেয়ে চর্চিত বিয়ে। যে বিয়ের সাত মাস আগে থেকে শুরু সেলিব্রেশন, তার ডিডে-তে যে থাকবে তারার মেলা, এ আর কী আশ্চর্য! রাধিকা-অনন্তের বিয়ের ভেন্যুতে শুক্রবার সন্ধে থেকেই তারার হাট।
এত তারা একসাথে, তাই দিনের চেয়েও বেশি আলো মায়ানগরীতে। আলোয় ঝলসে যাচ্ছে মুম্বই।
সপরিবারে বিয়েতে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। এসেছেন সপরিবারে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এছাড়া বলিউডের তারারা তো আছেনই।
অনন্যা পান্ডে, কৃতী স্যানন, জহ্নবী কাপুর, খুশী কাপুর, সারা আলিরা এসে গিয়েছেন বিকেল বিকেল। এসেছেন প্রিয়াঙ্কা-নিকও।
বরুণ ধাওয়ান, অনিল কাপুর অর্জুন কাপুর, সুহানা খান, আব্রাহাম খান কে নেই?