আজ সকালেই ভাল খবরটা সারা দুনিয়াকে জানিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। তাঁদের পরিবারে আসছে নতুন অতিথি। মা বাবা হচ্ছেন রণবীর (Ranbir Kapoor)-আলিয়া (Alia Bhatt)। খুশির খবরে সকাল থেকেই হইহই সোশ্যাল মিডিয়ায়। আলিয়ার সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শুভেচ্ছাবার্তায়।
হবু বাবা-মাকে শুভেচ্ছা জানালেন বলিউডের একাধিক তারকা। হবু ঠাকুমা নীতু কাপুর, সোনি রাজদান, সবাই খুশি এই খবরে, পিসি ঋধিমারও খুশি আর ধরে না। অনুষ্কা তো রণলিয়াকে মমি ড্যাডি ক্লাবে স্বাগত জানিয়েই ফেলেছেন। আবেগঘন হয়েছেন করণ। ১৪ এপ্রিল রণলিয়ার বিয়ের সময় সারাক্ষণ কনের সঙ্গেই ছিলেন করণ। বলিউডে আলিয়াকে করণের মানসকন্যাই বলা যায়। খুশির খবরে করণ লিখলেন, "আমার মেয়েটা মা হচ্ছে''।
Sandipta Sen:'গল্প হলেও সত্যি'! কাকে মন দিয়েছেন সন্দীপ্তা, জানিয়ে দিলেন টলিপাড়ার সকলকেই
বছরের শুরুতে বিয়ে। মাস আড়াইয়ের মধ্যে মা-বাবা হওয়ার খবর, সেপ্টেম্বরে রণলিয়া জুটির প্রথম ছবির মুক্তি, সব মিলিয়ে এই বছরটা হতে চলেছে রণবীর-আলিয়ার জীবনের সবচেয়ে ঘটনাবহুল বছর।