বছর দেড়েক আগে বলিউড জুটি রিচা চড্ডা-আলি ফজল নিজেদের রূপকথায় জুড়ে নিয়েছিলেন একটা সোনালি অধ্যায়। বিয়ে করেছিলেন নবাবি কায়দায়। এবার সে রূপকথায় থার্ড পার্সনের এন্ট্রি। কিন্তু তাতে খুশি বেড়ে দ্বিগুণ থুড়ি তিন গুন। রিচার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন হবু মা-বাবা।
ইন্সটায় নিজেদের ছবি পোস্ট করে মিয়াঁ বিবি ক্যাপশনে লিখেছেন, "খুব মৃদু সেই হৃদস্পন্দনই পৃথিবীর সবচেয়ে জোড়ালো শব্দ"। রিচা-আলি খুশির খবর জানানোর সঙ্গে সঙ্গেই কমেন্ট বক্সে অভিনন্দনের বন্যা।
Sabyasachi Chakraborty-Feluda: ফেলুদার বয়স বাড়ছে! বিষণ্ণ সব্যসাচীর অনুরাগীরা
করোনাকালে রিচা-ফজল খাতায় কলমে বিয়ের সইসাবুদ সারলেও ঘটা করে সামাজিক বিয়ে সেরেছিলেন ২০২২-এর অক্টোবরে।