কারোর কারোর ক্ষেত্রে প্রেম আসে প্রথম দেখায়, আবার কারোর ক্ষেত্রে দীর্ঘ বন্ধুত্ব বাঁক নেয় প্রেমের দিকে। বলিউডের সম্পর্কের ক্ষেত্রেও এমনটা হয়। এই যেমন সম্প্রতি সিদ্ধার্থ-কিয়ারা বিয়ে করলেন ধূমধাম করে, ওদের রূপকথার শুরু 'শেরশাহ' ছবির সেটে। তেমনই বলিকাপলদের অনেকেই জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন নিজেদের সহভিনেতাদের মধ্যেই।
কারা তাঁরা?
অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই
প্রথম দেখা ঢাই অক্ষর প্রেম কি-র সেটে ১৯৯৯ সালে। তারপর একে একে একসঙ্গে করলেন 'কুছ না কাহো', উমরাওজান, গুরু। ছবির সেটেই কখন যেন বন্ধুত্ব বাঁক নিল প্রেমে। ২০০৭-এই সাত পাকে বাঁধা পড়লেন দুজন।
রীতেশ দেশমুখ-জিনেলিয়া ডিসুজা
দুষ্টু মিষ্টি জুটির ফিল্মি কেরিয়ার শুরু দুজনেরই ডেব্যু ছবি 'তুঝে মেরি কসম'-এ। প্রথমে রীতেশকে তেমন পাত্তা দিতেন না জিনেলিয়া, ভাবতেন খুব অহংকারী। তারপর পরিচয় গাঢ় হল, প্রেম হল, ২০১২তে বিয়ে করে এখন ঘোর সংসারী দুজনেই।
সইফ আলি খান-করিনা কাপুর
'তশন' এর সেটে ভাল করে পরিচয় দুজনের। সইফ বিবাহ বিচ্ছিন্ন, করিনারও শহিদ কাপুরের সঙ্গে ব্রেকআপ হয়েছে সদ্য। ভবিষ্যতের সইফিনা জুটির প্রেম শুরু ছবির সেটেই। তারপর ২০১২ তে বিয়ে।
দীপিকা পাড়ুকোন, রণভির সিং
রণভিরের তো এক আওয়ার্ড শোয়ে প্রথম দেখাতেই প্রেম। সঞ্জয় লীলা বনশালির 'রামলীলা'র সেটে রাজা রানির রূপকথা শুরু। ২০১৮তে ৭ পাকে বাঁধা পড়লেন দুজন।
আলিয়া ভাট-রণবীর কাপুর
'ব্রহ্মাস্ত্র' ছবির সেটে দুজনের প্রেম শুরু, ৫ বছর ধরে চলল ছবির শুটিং, আর সেখানেই পোক্ত হল সম্পর্কের ভিত। ২০২২-এ দুজন বিয়েও করলেন, একই বছর সন্তানের জন্ম দিলেন আলিয়া ভাট।