দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বহু রাজ্যেই সরকারি নির্দেশিকা জারি করে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সিনেমাহল নিয়েও নানা কড়াকড়ি অধিকাংশ রাজ্যে। এই পরিস্থিতিতে ঝুঁকি নিতে চাইছেন না বহু প্রোডাকশন হাউজ। আর তাই একাধিক বিগ বাজেট ছবির মুক্তি পিছিয়ে গেল অতিমারী আবহে।
ভক্তরা প্রভাস (Prabhas) ও পূজা হেগড়েকে (Puja Hegre) একসঙ্গে রুপোলি পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন। 'রাধে শ্যাম' (Radheshyam) ১৪ জানুয়ারি রিলিজ হওয়ার কথা ছিল। অতিমারী আবহে অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গেল ছবির মুক্তি।
জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট ও অজয় দেবগন অভিনীত বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা এসএস রাজামৌলির 'আরআরআর' (RRR) ৭ জানুয়ারি রিলিজ হওয়ার কথা ছিল। পিছিয়েছে, সেই ছবির মুক্তিও।
শহীদ কাপুর-মৃণাল ঠাকুরের 'জার্সি (Jersey)' ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে, ছবিটি মুক্তির মাত্র কয়েক দিন আগে, অতিমারীর কারণেই নির্মাতারা স্পোর্টস ড্রামাটির মুক্তি পিছিয়ে দেন।
যশরাজ ফিল্মস এর ব্যানারে অক্ষয় কুমার এবং মানুষী চিল্লার অভিনীত 'পৃথ্বীরাজ' (Prithwiraj) ছবিটিও আপাতত মুক্তি পাচ্ছে না, এ খেত্রেও ভিলেইন সেই করোনাই।