বলিউডের প্রখ্যাত নেপথ্যগায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র আকস্মিক প্রয়াণে দেশজুড়ে তৈরি হয়েছে গভীর শোকের আবহ। তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন অগণিত অনুরাগী থেকে শুরু করে অসংখ্য সেলিব্রিটি সহ তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরাও। টুইট করে শোকপ্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে লেখেন, "জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র অকালমৃত্যুর খবরে মর্মাহত। সব প্রজন্মের শ্রোতাদের আবেগ-অনুভূতি ছুঁয়ে যেত তাঁর গান। শিল্পীর গানেই তাঁকে চিরকাল মনে রাখব আমরা। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।"
অভিনেতা অক্ষয় কুমারের কণ্ঠে রয়েছে কেকে-র গাওয়া একাধিক হিট গান। অভিনেতা টুইট করে লেখেন, "কেকে-র এই অকালপ্রয়াণে আমি ব্যথিত ও মর্মাহত। গভীর শোকপ্রকাশ করছি। ওম শান্তি।"
নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রয়াত গায়কের ছবি পোস্ট করেছেন রণবীর সিং ও ভিকি কৌশল। ছবির সঙ্গে ভগ্নহৃদয়ের একটি ইমোজি দিয়েছেন রণবীর। অপরদিকে, কেকে-কে তাঁর চিরকালীন গানগুলির জন্য ধন্যবাদ জানান ভিকি।
অজয় দেবগণের জন্যও বহু ছবিতে গান গেয়েছিলেন কেকে। তিনি লেখেন, "কী অশুভ একটা খবর! লাইভ পারফরম্যান্সের পরেই কেকে-র এই আকস্মিক মৃত্যু মেনে নেওয়া যায় না একেবারেই। আমার একাধিক ছবিতে তিনি গান গেয়েছিলেন। তাঁর প্রয়াণ আমার কাছে ব্যক্তিগত শোকের অনুষঙ্গই বয়ে নিয়ে আসছে।"
শোকপ্রকাশ করেছেন কঙ্গনা রানাউতও। তিনি লেখেন, "প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে-র প্রয়াণে আমি হতভম্ব ও শোকাহত। ওম শান্তি।"
শোকপ্রকাশ করেছেন সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি, শান, প্রীতম, হর্ষদীপ কৌর, বীরেন্দ্র শেহবাগ, সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেকেই।