'King Is Back', চার বছর পর পর্দায় ফিরেছেন বলি বাদশা। সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন৷ সেই 'ওম শান্তি ওম' থেকেই এই জুটি হিট। মুক্তির আগে থেকেই 'পাঠান' বয়কটের ডাক উঠেছিল। দীপিকার 'বেশরম' গেরুয়া বিকিনি আর হাই হিল নিয়েও নিন্দায় সরব হয়েছিলেন এক শ্রেনীর দর্শকেরা। তাই কাল্ট সিনেমা হতে গিয়েও যেন বাধা পেল পাঠান, সেন্সরের ছুঁড়ি-কাঁচিতেই নাকি বাদ পড়েছে ছবির ১০ টি জায়গা।
Pathaan Fans Rally Kolkata: 'হিন্দুস্তান কি শান, শাহরুখ খান', শহরের রাজপথে 'পাঠান' মিছিল
যদিও বেশিরভাগই সংলাপ। অভিযোগ তাতে 'গালিগালাজ' ছিল। অনেকের মত এই অংশ বাদ দেওয়াতেই হয়ত ছবির 'বিশ্বসযোগ্যতায়' খানিক আঘাত লেগেছে। তবে এত্ত জলঘোলার পরেও দীপিকার গেরুয়া বিকিনি কিন্তু বাদ পড়েনি। বরং ওই বিকিনি পরেই নায়ককে উদ্ধার করেছেন তিনি।