সাত পাকে বাঁধা (Raghav Parineeti Wedding) পড়বেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। ইতিমধ্যেই হবু স্বামীর সঙ্গে উদয়পুরে পৌঁছে গিয়েছেন পরিণীতি (Parineeti)। বিশ্বের অন্যতম দামী হোটেল লীলা প্যালেসে চলছে হাই প্রোফাইল এই বিয়ের আয়োজন। আর সেই কারণেই রাজকীয় এই বিয়েতে আঁটসাঁট হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।
কেমন থাকবে নিরাপত্তা?
২৪ সেপ্টেম্বর রাঘব-পরিনীতির চার হাত এক হতে চলেছে। গুঞ্জন শোনা যাচ্ছে, পিচোলা হ্রদের মাঝে তৈরি করা হবে বিয়ের মণ্ডপ। বিয়ের আসরে শতাধিক নিরাপত্তারক্ষী থাকবেন। হ্রদের মধ্যেই চার/পাঁচটি নৌকোয় করে পাহারা দেবেন আরও কিছু নিরাপত্তারক্ষী। হোটেলের কর্মচারীরা বিয়ের তিনদিন বাইরে বেরোতে পারবেন না।
আরও পড়ুন - বিমানবন্দরে লাল জাম্পস্যুটে পরিণীতি, বিয়ে করতে রাঘবের সঙ্গেই উড়ে গেলেন উদয়পুর
এছাড়াও শহরের ১৫টি জায়গায় কড়া নিরাপত্তা বসানো হয়েছে। অথিতিদের বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসা হবে। এছাড়া মুঠোফোন ব্যবহারেও জারি কড়া হয়েছে নিষেধাজ্ঞা। ফোনের ক্যামেরা যাতে কেউ ব্যবহার করতে না পারেন তা নিশ্চিত করতে ক্যামেরায় লাগিয়ে দেওয়া হবে বিশেষ ধরেন এক নীল টেপ।