৩০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় শাহরুখ পত্নী গৌরী খানকে নোটিশ পাঠাল ইডি। শোনা যাচ্ছে, আর্থিক প্রতারণায় নাম জড়িয়েছে গৌরী খানের। এর ভিত্তিতেই খুব শিগগরিই তাঁকে তলব করা হতে পারে।
২০১৫ সাল থেকে লখনউয়ের সংস্থা তুলসিয়ানি গ্রুপের প্রচারের মুখ ছিলেন গৌরী। মুম্বইবাসী যশবন্ত নাকি প্রায় ৮৬ লক্ষ টাকা দিয়েও ফ্ল্যাটের মালিকানা পাননি। তাঁর অভিযোগ, শাহরুখ পত্নী গৌরী খান যেই সংস্থার প্রচারের মুখ, তাঁরও এই দায় বর্তায়। ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানকে দেখে প্রভাবিত হয়েই নাকি তিনি ফ্ল্যাটটি কেনার পরিকল্পনা করেছিলেন। শোনা যাচ্ছে, প্রায় ৩০ কোটি টাকার গরমিল পাওয়া গিয়েছে ওই ফ্ল্যাটের হিসেবে।