তথ্যচিত্রে এবার শ্রীশীলা সাই রাজামৌলির জীবনগাথা। আগামী ২ অগাস্ট মর্ডান মাস্টার নামের এই তথ্যচিত্র মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। শনিবারই একথা ঘোষণা করা হয়েছে। মূলত বাহুবলী এবং আরআরআর-এর সাফল্যকে উদযাপন করতে দক্ষিণী এই পরিচালকের জীবন নিয়ে তথ্যচিত্রকে তৈরি করা হয়েছে।
সম্প্রতি অ্যাকাডেমির ডিরেক্টর ব্রাঞ্চে যুক্ত করা হয়েছে রাজমৌলির নাম। নেটফ্লিক্স জানিয়েছে, এই তথ্যচিত্রের পরিচালক রাঘব খান্না। যৌথ প্রযোজনায় তৈরি করা হয়েছে এই তথ্যচিত্রকে।
বাহুবলী এবং আরআরআর ছাড়াও রাজামৌলির ঝুলিতে রয়েছে এগা এবং মগধীরার মতো সিনামের সাফল্য। এই তথ্যচিত্রে বিভিন্ন মুডে পাওয়া যাবে পরিচালককে। থাকবে ভারতীয় এবং আন্তর্জাতিক সিনামের নিয়ে তাঁর ইন্টারভিউ। সম্প্রতি কাল্কিতে এক বিশেষ ভূমিকায় দেখা গিয়েছে এসএস রাজমৌলিকে।