প্রকাশ্যে এল গৌরী খানের(Gauri Khan) নতুন প্রোজেক্ট । প্রযোজক ও ইন্টেরিয়ার ডিজাইনার গৌরী ডিজাইন করেছেন মুম্বইয়ের ট্রাম্প টাওয়ারস অ্যাপার্টমেন্ট(Trump Towers Mumbai Apartment) । তারই এক ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরী খান ।
ভিডিয়োয় দেখা গিয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ঝাঁ চকচকে অন্দরমহল । ডিজাইনে রয়েছে নতুনত্বের ছোঁয়া । ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে কমেন্টে অনুরাগীরা গৌরীকে "কুইন"(রানি) বলে অভিনন্দন জানিয়েছেন । এক অনুরাগী লিখেছেন, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, আর ডিজাইনও দারুন । অন্যদিকে, লম্বা বিরতির পর শাহরুখকে(Shahrukh Khan) সোশ্যাল মিডিয়ায় ফিরে আসতে বলার জন্য গৌরীকে অনুরোধ করেছেন এক অনুরাগী ।
আরও পড়ুন, Golden Globe winners 2022: অতিমারীতে জৌলুসহীন গোলদেন গ্লোব, ওয়েবসাইটে ঘোষণা হল বিজয়ীদের নাম
ছেলে আরিয়ানের(Aryan Khan) গ্রেফতারির পর থেকে সোশ্যাল মিডিয়া থেকে একপ্রকার বিরতি নিয়েছিলেন গৌরী খান । সম্প্রতি, নিজের নতুন প্রজেক্টের ভিডিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায় । কিন্তু, এখনও পর্যন্ত শাহরুখ বা ছেলে-মেয়েদের সঙ্গে কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার থেকে বিরত রয়েছেন তিনি । আরিয়ান ও আব্রামের সঙ্গে তাঁর শেষ পোস্ট করেছিলেন সেপ্টেম্বর মাসে ।
এদিকে, বহুদিন পর শুটিং ফ্লোরে ফিরেছেন শাহরুখ খান । এই মুহূর্তে পাঠান-এর শুটিং করছেন তিনি ।