সোমবারই খুশির খবর দিয়েছেন রণবীর-আলিয়া(Ranbir-Alia Wedding News)। ইন্সটাগ্রাম পোস্টে জানিয়েছেন খুশির খবর। এরপরেই আনন্দে আত্মহারা ভক্তরা রণলিয়ার(Alia Bhatt gets pregnant) পুরনো সাক্ষাৎকারের বিভিন্ন ভিডিও তুলে এনে স্মৃতিচারণ করেছেন। যেখানে রণবীর-আলিয়া তাঁদের বিয়ে এবং সন্তানের সম্পর্কে আলোচনা করেছেন।
গত ২৪ জুন 'শমসেরা' ছবির ট্রেলার লঞ্চের দিনই তাঁর বিয়ে নিয়ে কথা প্রসঙ্গেই উঠে আসে আলিয়ার কথা। আলিয়াকে তাঁর জীবনে পেয়ে আবেগতাড়িত রণবীর জানান, তাঁর কাছে আলিয়ার চেয়ে ভাল জীবনসঙ্গিনী আর কেউ হতেই পারত না।'
বলিউডে তাঁর অভিনয় জীবন শুরুর অভিজ্ঞতা, এখনকার কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন রণবীর। এর পাশাপাশি নিজেদের জীবন সম্পর্কেও নানা পরিকল্পনার কথা উঠে আসে তাঁর কথায়।
আরও পড়ুন- Farha Khan Reacts Alia's Pregnancy: 'আগেই জানতাম', আলিয়ার প্রেগনেন্সি নিয়ে প্রতিক্রিয়া ফারহা খানের
রণবীরের কথায়, 'না, না, এখনও অনেক কাজ বাকি আছে স্যার। এখন আমার নিজের পরিবার হয়েছে। তাঁদের জন্য এখন আমায় কাজ করতে হবে। আগে আমি নিজের জন্য কাজ করতাম। কিন্তু এখনও আমার অনেক কাজ বাকি।'
অন্যদিকে, ২০১৮ সালের ওই সাক্ষাৎকারেই আলিয়া তাঁর বিয়ে এবং সন্তান সম্পর্কেও নিজের মতামত দেন। আলিয়া জানিয়েছিলেন, সন্তানের জন্যই বিয়ে করতে চান তিনি। এমনকি সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'লোকেরা হয়তো ভাবছেন আমি তিরিশের আগে বিয়ে করব না। কিন্তু নিজেকে অবাক করে দিয়ে তার আগেই হয়তো বিয়ে করতে পারি।' এরপরেই আলিয়ার সংযোজন, 'কোনওকিছুই পাথরে নিক্ষেপ করা হয় না, তাই না?'
তিনি আরও বলেন, 'যদি আমার মনে হয় যে আমি এমন একটি অবস্থানে আছি যেখানে এমন একটি পদক্ষেপ নিতে চাই, তাহলে আমি তাই করব। আমি সবসময় বিশ্বাস করেছি যে আমি বাচ্চাদের কারণে বিয়ে করব। তাই, যদি আমি পছন্দ করি, এই সময় আমি আমার সন্তান নিতে চাই এবং সন্তানের জন্য প্রস্তুত, তবে আমি বিয়ে করব,' বলেছিলেন আলিয়া।
উল্লেখ্য, এই বছরের ১৪ এপ্রিল রণবীর-আলিয়ার চার হাত এক হয় রণবীরের 'বাস্তু' অ্যাপার্টমেন্টে।