‘আজাও পতঙ্গ লেকে , আপনে হয় রং লেকে , আসমান কা শামিয়ানা আজ হামে হ্যা সাজনা’... সালটা ২০০৭। একটি ছবিতে অনেক কিছু বদলে গিয়েছিল সেইসময়। সারা দেশজুড়ে অসংখ্য ছাত্রছাত্রীরা কার্যত এই সিনেমার পর তাঁদের অভিভাবক, শিক্ষক শিক্ষিকাদের বলার সাহস পেয়েছিল আসলে তারা কী করতে চায়। ছবির নাম ‘তারে জমিন পার’, এখনও ছবির জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।
Srija Dutta: ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে দেবের নায়িকা, প্লেসমেন্টে বসবেন সৃজা?
এবার সেই ছবির অনুপ্রেরণাতেই আসছে আমিরের নতুন ছবি ‘সিতারে জমিন পর’, এই ছবির থিম ‘তারে জমিন পার’এর মতোই। তবে আমির জানিয়েছেন এই ছবি আগের থেকে ১০ পা এগিয়ে রয়েছে।
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তিনি ভেবেচিন্তেই সই করেন। তবে গত ৬ বছর তাঁর ছবি ‘হিট’এর মুখ দেখেনি। কিন্তু এই ঘরানার ছবিতে আমির ফিরলে তা যে দর্শকদের মনে ধরবে তা বলাই বাহুল্য।