আজকাল বলিউডে বায়োপিকের চল বেড়েছে। মানুষের মনে দাগ কেটে যাওয়া ব্যক্তিদের ওঠাপড়া, লড়াইয়ের গল্প জায়গা করে নিচ্ছে বড় পর্দায়। লেখক, রাজনীতিক, অভিনেতাদের পাশাপাশি এর আগে ক্রীড়া তারকাদের বায়োপিকও হয়েছে। এবার যুবরাজ সিং-এর জার্নিকে সিনেমায় ভাবছেন আমির খান।
বলিউডের অন্দরে খবর, যুবির বায়োপিকের প্রযোজনায় হাত দিচ্ছেন আমির খান। যুবরাজের সঙ্গে নাকি কথাবার্তাও বেশ খানিকটা এগিয়েছে। ৬ বলে ৬ টা ৬, ক্যানসারের সঙ্গে লড়াই ফুটে উঠবে পর্দায়। এদিকে আমিরের বলিউডের কেরিয়ারও বেশ টলমল অবস্থায়। ৭ বছর সেভাবে ‘হিট’ ছবির মুখ দেখেননি ‘মিস্টার পারফেকশনিস্ট’ , এখন প্রশ্ন তবে কি যুবির হাত ধরেই ‘কামব্যাক’ করতে চাইছেন আমির?