২০২৪ লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিষেক বচ্চন! একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে এমনই। অভিনয়ের পাশাপাশি রাজনীতিকে বিকল্প পেশা হিসেবে বেছে নেন অভিনেতারা। এবার বাবা-মায়ের পথেই হাঁটতে পারেন অভিষেক বচ্চন।
ব্রেথ, ঘুমর, ধুম ৪, হাউসফুল ৫-এর মতো একাধিক ছবি হাতে আছে। কিন্তু বছর খানেক ধরেই অভিষেকের নম্বর ততটাও ভাল নয়। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হয়ে এলাহাবাদ লোকসভা কেন্দ্রে দাঁড়াবেন অভিষেক।
তবে একাধিক সূত্রে খবর, অভিষেক বচ্চন যে লোকসভায় দাঁড়াবেন, তা নিশ্চিত নয়। এর আগে ২০১৩ সালে একটি সাক্ষাৎকারে অভিষেক নিজে জানিয়েছিলেন, তাঁর রাজনীতিতে কোনও আগ্রহ নেই। পর্দায় রাজনীতিবিদের চরিত্র করতেই তিনি বেশি সচ্ছন্দ।