৩ জুন, ২০২৩ দাম্পত্যের ৫ দশকের উদযাপন করেছেন বলিউডের বিগবি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং তাঁর স্ত্রী জয়া বচ্চন (Jaya Bachchan) । ৫০ বছরের বিবাহবার্ষিকীতে এই এভারগ্রীণ জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগী, সহকর্মী, বন্ধুরা। এই বিশেষ দিনে বাবা-মায়ের সাম্প্রতিক থেকে যৌবনকালের বেশ কয়েকটি ছবি শেয়ার করে আবেগ মাখানো বার্তা দেন অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan) । ১৯৭৩ সালে জয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিগবি , এরপর ৫০ বছর জমিয়ে সংসারও করে ফেলেছেন।
Gora 2: ডিফেকটিভ থুড়ি ডিটেকটিভ ভুললেও আমাদের ভুলে চলবে না, আসছে 'গোরা 2'
ছবি শেয়ার করে অভিষেক বচ্চন লিখেছেন, “অনেক গোল্ডেন জুবিলির তালিকায় তাঁদের নাম রয়েছে , কিন্তু এটা এখনও পর্যন্ত সবচেয়ে স্পেশাল। শুভ ৫০ তম বিবাহ বার্ষিকী মা এবং পা!’ ছেলের পোস্টের নিচে অমিতাভের মন্তব্য, ‘ভালবাসি তোমায় ।