ফের ক্লাস টেনের পরীক্ষায় বসতে চলেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) । তিনি আবার জেলবন্দী । পণ করেছেন জেলে বসেই ক্লাস টেনের পরীক্ষা দেবেন । অবাক হচ্ছেন ? বাস্তবে নয়, এমনটা ঘটতে চলেছে সিনেমায় । প্রকাশ্যে এল অভিষেক বচ্চনের নতুন ছবি 'দশভি'(Dasvi)-র টিজার ।
অভিষেক বচ্চন ইনস্টাগ্রামে দশভি-র টিজার পোস্ট করে মজা করে ক্যাপশনে লিখেছেন, "দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় সকল পরীক্ষার্থীদের জন্য রইল এই ছাত্রের তরফ থেকে শুভেচ্ছা!'৭ এপ্রিল থেকে নেটফ্লিক্স-এ দেখা যাবে 'দশভি'।
সিনেমায় গঙ্গারাম চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন জুনিয়র বচ্চন । টিজারে দেখা গেল, নীল রঙের কুর্তা পরে বাকি বন্দিদের উদ্দেশে অভিষেক অনুরোধ জানাচ্ছেন, তাঁরা যেন একটু কম আওয়াজ করে । কারণ দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন । তাঁর মতে, জেল থেকে দশম শ্রেণির পরীক্ষা দেওয়া তাঁর শিক্ষাগত অধিকার ।
আরও পড়ুন, Shah Rukh Khan : ওটিটিতে শাহরুখ খানের নতুন ধামাকা, আসছে 'এসআরকে প্লাস
‘দশভি’র টিজার দেখে গর্বিত অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) । তিনি লেখেন, 'অসাধারণ'। এছাড়া সিনেমার টিজার দেখে বেশ প্রশংসা করেছেন নেটিজেনরা ।
নবাগত তুষার জালোটা পরিচালিত, 'দশভি'-তে ইয়ামি গৌতম এবং নিমরত কৌর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন । আদ্যোপান্ত কমেডি ঘরানার ছবি। তবে সামাজিক বার্তাও রয়েছে । আগামী ৭ এপ্রিল নেটফ্লিক্সের প্ল্যাটফর্ম ও জিও সিনেমায় মুক্তি পাবে এই সিনেমা ।