অনুমতি ছাড়াই অভিনেতার নাম, ছবি, গলার ব্যবহার । এবার ব্যক্তিগত অধিকার লঙ্ঘনে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা করলেন অভিনেতা অনিল কাপুর (Anil Kapoor) । বুধবারই মামলার শুনানি রয়েছে । বিচারপতি প্রতিভা এম সিংয়ের বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।
জানা গিয়েছে, মামলায় বলা হয়েছে অনিল কাপুরের অনুমতি ছাড়া কোনও সংস্থা বা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া চ্যানেল কিংবা মোবাইল অ্যাপ তাঁর গলা, ছবি, নাম, সই ব্যবহার করতে পারবে না । এমনকী, এআই টেকনোলজিরও অপব্যবহার করা যাবে না । তাঁর ব্যক্তিগত অধিকার লঙ্ঘনে নিষেধাজ্ঞা চেয়েই মামলা করেছেন অভিনেতা ।
আরও পড়ুন, Atlee Kumar : অ্যাটলির পরবর্তী হিন্দি ছবি, শাহরুখের সঙ্গে দেখা যাবে বড় সুপারস্টারকে ! কে তিনি ?
অনিল কাপুরকে এরপর দেখা যাবে সিনেমা 'থ্যাঙ্ক ইউ ফর কামিং'-এ । এই সিনেমায় রয়েছেন ভূমি পেদনেকার, শেহনাজ গিল ও আরও অনেকে । সম্প্রতি, সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছে ।