আগামী রবিবার ছিল তাঁর জন্মদিন। কিন্তু তার আগেই তিনি হেরে গেলেন ক্যানসারের কাছে। প্রয়াত বলিউড এবং টেলি জগতের অভিনেতা মঙ্গল ধিঁলো। পঞ্জাবের ফরিদকোটে তাঁর জন্ম। স্কুল, কলেজের গন্ডি পেরিয়ে ১৯৮৬ সালে রমেশ সিপ্পির টেলি সিরিয়াল বুনিয়াদে তাঁর আত্মপ্রকাশ। দু বছর পর বলিউডে হাতে খড়ি রাকেশ রোশন পরিচালিত খুন ভারি মাঙ্গে। প্রায় দীর্ঘ সময় ছোট পর্দা এবং বড় পর্দায় সমানতালে কাজ করেছেন এই অভিনেতা। ১৯৯৪ সালে বিয়ে করেছিলেন।