মাদক কাণ্ডে এবার নাম জড়ালো শক্তি কাপুরের (Shakti Kapoor) ছেলে ও শ্রদ্ধা কাপুরের (Sraddha Kapoor) ভাই সিদ্ধান্ত কাপুরের (Siddhanth Kapoor) । বেঙ্গালুরুর একটি রেভ পার্টি থেকে তাঁকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ । পুলিশ সূত্রে খবর, তাঁর শরীরে মাদকের (Drug Case) অস্তিত্ব পাওয়া গিয়েছে ।
জানা গিয়েছে, রবিবার রাতে বেঙ্গালুরুর (Bengaluru) এমজি রোডের এক হোটেলে রেভ পার্টিতে অভিযান চালায় পুলিশ । সেখান থেকেই গ্রেফতার করা হয় শক্তি কাপুরের ছেলেকে । একা শুধু সিদ্ধান্ত নন, তাঁকে নিয়ে এই পার্টিতে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ ।
আরও পড়ুন, Sandip Ray Feluda: ফেলুদা-তোপসে-জটায়ু, কাস্টিং শেষ, শুটিং শুরু করলেন সন্দীপ রায়
হোটেলে রেভ পার্টিতে মাদক নেওয়ার অপরাধে মোট ৩৫ জনের রক্তের নমুনা পরীক্ষা করতে পাঠায় পুলিশ । তার মধ্যে ছয়জনের ফল পজিটিভ আসে । তার মধ্যে রয়েছেন শ্রদ্ধার ভাই । পুলিশ জানিয়েছে,অভিযুক্ত ছয়জন মাদক সেবন করে পার্টিতে এসেছিল নাকি হোটেলেই মাদক সেবন করেছিল, তা এখনও স্পষ্ট নয়।
সিদ্ধান্ত কাপুর বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন । তার মধ্যে উল্লেখযোগ্য হল 'শুটআউট অ্যাট ওয়াদালা', 'চেহরে', আগ্লি' ইত্যাদি । এছাড়া, তিনি 'ভুল ভুলাইয়া', 'চুপ চুপ কে', 'ঢোল'-এর মতো সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন ।