নতুন সদস্যের আগমনের অপেক্ষায় এখন বিপাশা বসু (Bipasha Basu) ও করণ সিং গ্রোভার (Karan Singh Grover) । প্রেগন্যান্সি (Bipasha's Pregnancy) জার্নির ছোট ছোট মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন হবু মা । সম্প্রতি, একেবারে বাঙালি মতে মায়ের হাত সাধ খেলেন বিপাশা । ভাত, ডাল, মাছ, মিষ্টি... সাধের অনুষ্ঠানে বাঙালি মেনুতে মজলেন বং বিউটি । সাধের (Bipasha Basu's Baby Shower Ceremony) অনুষ্ঠানের ছবি ও ভিডিও নেটমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ।
গোলাপি রঙের শাড়ি, চওড়া করে কপালে সিঁদুর,হাতে শাখা-পলা,গা ভর্তি গয়না...একেবারে বাঙালি বউয়ের সাজে দেখা গেল বিপাশাকে । ধান-দূর্বা দিয়ে মেয়েকে আর্শীবাদ করলেন মা মমতা বসু। শাশুড়ি দীপা সিংও ছিলেন । টেবিলের উপর সাজানো ছিল হরেক রকমের বাঙালি খাবার । ভাত, ডাল, পাঁচ-সাত রকম ভাজা, মাছ, মাংস, পায়েস...কী নেই । অভিনেত্রী পেট ভরে খেলেন মায়ের হাতের রান্না । সাধ অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে বিপাশা মা-কে ধন্যবাদ জানিয়েছেন । সেইসঙ্গে মাকে পাশে নিয়ে আরেকটি ছবি পোস্ট করে বিপাশা লিখলেন, ‘তোমার মতো মা হতে চাই!’এদিন,হবু বাবা করণের সঙ্গেও ছবি পোস্ট করেছেন বিপাশা ।
আরও পড়ুন, Bipasha Basu: কালো পোশাকে ম্যাটার্নিটি ফটোশুট, সোনামের পথেই হাঁটলেন বিপাশা
অগাস্টেই সন্তান আসার খবর দিয়েছেন বিপাশা আর করণ । কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বিপাশা জানালেন, হবু বাবা-মা চাইছেন তাঁদের একটা মেয়ে-ই হোক । বং বিউটি বিপাশা জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর থেকেই তাঁদের দুজনের খুব ইচ্ছে তাঁদের মেয়ে হোক । নিজেদের মধ্যে হবু সন্তানকে নিয়ে কথা হলে দুজনে ভাবেন, তাঁদের কোল আলো করে মেয়েই আসছে। মা হওয়ার পরপরই কাজে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন বিপাশা।