ষষ্ঠীর সকালেই বিচ্ছেদ বার্তা বলিউড থেকে। নিজের টুইটার হ্যান্ডেলে বিচ্ছেদের বার্তা পোস্ট করলেন অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা। তবে কি শিল্পা-রাজের ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি পড়ে গে? সেই নিয়েই বাড়ছে জল্পনা। কারণ, পোস্টে স্পষ্ট করে কিছু বলা হয়নি। গত কয়েক বছর ধরেই রাজ-শিল্পার সম্পর্কে টানাপোড়েনের কথা টিনসেল টাউনে কারোরই অজানা নয়।
২০২১ সাল থেকে বিতর্ক পিছু ছাড়ছে না রাজ কুন্দ্রার। পর্ন ছবি তৈরির অভিযোগে তাঁর জেল হয়। পরে জামিনে মুক্ত হন। বলিউডে একাধিক সম্পর্কের অভিযোগ ওঠে আইপিএলের প্রাক্তন দল মালিকের বিরুদ্ধে। যদিও সেই টানাপোড়েন রাজের পাশেই ছিলেন শিল্পা।
এই নভেম্বর রাজের ছবি মুক্তির কথা। কিন্তু তার মাঝে বিচ্ছেদের বার্তা দিয়ে এই টুইট। যদিও এই টুইটকে ছবি প্রচারের অংশ হিসাবেই দাবি করছে বলিউডের একাংশ। কারণ, ছবিতে একজন ব্যবসায়ীর চরিত্রেই অভিনয় করছেন রাজ। ছবির প্রেক্ষাপটে যাঁকে গ্রেফতারও করা হচ্ছে।