জন্মদিনে কেক কেটেও কটাক্ষের শিকার বলিউড অভিনেত্রী ঊবর্শী রাউটেলা। কেন জানেন ? কারণ, জন্মদিনে এবার সোনার কেক কাটলেন এই বলি অভিনেত্রী। তার তাতে নেটপাড়ায় কটাক্ষ শুনতে হল তাঁকে।
রবিবার ছিল অভিনেত্রীর জন্মদিন। শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। ঊবর্শী জানান, তাঁর জন্য ২৪ ক্যারেট সোনার কেক নিয়ে হাজির হন গায়ক হানি সিং। নিজের ইনস্ট্রায় সেই কেক কাটিংয়ের ছবি পোস্ট করতেই ভাইরাল হয়। সঙ্গে উড়ে আসে কটাক্ষ।
এই ছবি দেখে এক অনুরাগী লিখেছেন, বলি অভিনেত্রী ফের প্রমাণ করলেন এই দেশ কত গরীব। কারণ, ঊবর্শী দাবি করেন, তিনি প্রথম ভারতীয়, যিনি সোনার কেক কেটে জন্মদিন পালন করলেন।
গত বছর প্যারিসে জন্মদিন পালন করেছিলেন বলিউড অভিনেত্রী। তাতে নাকি খরচ হয়েছিল ৯৩ লক্ষ টাকা।