প্রথমে রুপো । এরপর ভারতকে সাঁতারে সোনা এনে দিলেন অভিনেতা আর মাধবনের (R Madhavan) পুত্র বেদান্ত মাধবন (Veedant Madhavan)। কোপেনহেগেনে আয়োজিত ড্যানিশ ওপেনের ৮০০ মিটার সাঁতার প্রতিযোগিতায় সোনা জেতেন মাধবন পুত্র । সময় ছিল ৮.১৭.২৮ মিনিট । এর আগে ১৫০০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে রুপো জিতেছিলেন । ছেলের গর্বিত বাবা । ছেলের সোনা জেতার মুহূর্ত শেয়ার করে আবেগে ভাসলেন মাধবন । (Madhavan Son wins gold medal)
একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন মাধবন । এই ভিডিওতেই রয়েছে সেই স্মরণীয় মুহূর্ত, যখন ছেলেকে সোনার মেডেল পরিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে । মাধবন লেখেন, "সোনা.. আপনাদের সকলের ভালবাসা ও ঈশ্বরের আশীর্বাদে জয়ের যাত্রাপথ আরও সুপ্রসারিত হচ্ছে । আজ ৮০০ মিটারে সোনা জিতেছে বেদান্ত মাধবন । আমি অভিভূত এবং আপ্লুত । " বেদান্তের কোচ প্রদীপ স্যারকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি ।
বেদান্তের এই সাফল্যে খুশি মাধবনের সহকর্মীরাও । কমেন্ট বক্স ভরে উঠেছে বলিউড তারকাদের শুভেচ্ছাবার্তায় । শুভেচ্ছা জানিয়েছেন দিয়া মির্জা, প্রিয়াঙ্কা চোপড়া থেকে কঙ্গনা রানাউত, শিল্পা শেট্টি, জেনেলিয়া দেশমুখ ও আরও অনেকে । অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছে বেদান্তকে ।
আরও পড়ুন, Anushka Sharma: ডায়েট ভুলে পান্তা ভাতের প্রেমে অনুষ্কা শর্মা
প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, বেদান্তকে অভিনন্দন । তাঁর পারফরম্যান্স অসাধারণ । জুড়ে দিয়েছেন হার্ট ইমোজি । মাধবন ও সরিতাকেও অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা । কঙ্গনা রানাউত নিজের ইনস্টাগ্রাফ প্রোফাইলে বেদান্তের একটি ছবি পোস্ট করেছেন । সেইসঙ্গে অভিনন্দন জানিয়েছেন সস্ত্রীক মাধবনকে । শুভেচ্ছা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও ।