পাঠান মুক্তি পেতেই শাহরুখ ফ্যানেদের উন্মাদনা শুরু সারা দেশ জুড়ে। এদিন তিলোত্তমার বুকেও সাত সকালে ধরা পড়ল একেবারে অন্য ছবি। কোনও রাজনৈতিক দলের মিছিল নয় বরং শাহরুখ ভক্তদের লম্বা মিছিলে কালঘাম ছোটার জোগাড় হল কলকাতা পুলিশের। দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় থেকে হাজরা পর্যন্ত 'পাঠান ঝড়' সামাল দিতে হিমশিম খাচ্ছে কলকাতা পুলিশ। সকাল ১০ টায় 'বসুশ্রী' প্রেক্ষাগৃহে ছিল পাঠানের প্রথম শো। শাহরুখ ভক্তদের আর্জি ছিল সময়ের আগেই খুলে দেওয়া হোক হল।
Pathaan Leaked: আটকানো গেল না 'চুরি', পাইরেটেড সাইটে লিক শাহরুখের ছবি 'পাঠান'
মুখে মুখে ফিরছে ভক্তদের স্লোগান, “হিন্দুস্তান কি শান, শাহরুখ খান।” শাহরুখের বিশাল পোস্টার নামানো হয়েছে শহরের রাস্তায়৷ তাসা, ঢোল, বাদ্যি সহযোগে ভক্তদের মিছিল নেমেছে রাজপথে। বুক মাই শো-এর তরফে আগেই জানানো হয়েছিল অগ্রিম টিকিট বিক্রির নিরিখেই ব্লকব্লাস্টার হয়েছিল পাঠান।