ভারতের নতুন নাগরিক অক্ষয় কুমার। স্বাধীনতা দিবসের সকালে নিজের টুইটারে সেই শংসাপত্র তুলে ধরলেন বলিউড অভিনেতা। লিখলেন, এখন থেকে তাঁর মন এবং তিনি দুটোই ভারতীয়।
করোনার সময় ভারতের নাগরিক হওয়ার জন্য তিনি আবেদন করেছিলেন। কিন্তু সেই সময় প্রায় আড়াই বছর নষ্ট হয়েছিল। পাসপোর্ট না থাকলেও তিনি নিজেকে কম ভারতীয় মনে করতেন না। প্রথম বলিউড অভিনেতা যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়েছিলেন।
নব্বইয়ের দশকে বলিউডে হাতেখড়ি অক্ষয় কুমারের। পরিচিত হয়ে উঠলেন খিলাড়ি কুমার নামে। কিন্তু তার আগে বেশ কয়েকটি ছবি ফ্লপ। তাই বন্ধুদের পরামর্শে কানাডা ফিরে যাওয়ার কথা ভেবেছিলেন। ২০১১ সালে তাঁকে সে দেশের নাগরিকত্ব দেয় কানাডা। এর পর থেকেই বিতর্কের মুখে পড়েন অক্ষয়।
পঞ্জাবের অমৃতসরে জন্ম। বাবা ওম ভাটিয়া ছিলেন সেনার অফিসার। খেলাধূলায় আগ্রহী ছিলেন অক্ষয়। কলেজের পড়াশুনার পাশাপাশি তিনি তায়কোন্ডুতে ব্ল্যাক বেল্ট পান। তার পর তাইল্যান্ডের ব্যাঙ্ককে গিয়ে মার্শাল আর্ট শেখেন। কলকাতায় একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেছেন। ঢাকায় একটি হোটেলে শেফের কাজও করেছেন।