করোনার বাড়বাড়ন্তে বলিউডে(Bollywood) একের পর এক ছবি মুক্তির তারিখ পিছিয়ে যাচ্ছে । এবার সেই তালিকায় যুক্ত হল অক্ষয় কুমারের(Akshay Kumar) আগামী ছবি 'পৃথ্বীরাজ'(Prithwiraj) । এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ২১ জানুয়ারি ।
যশ রাজ ফিল্মস(Yash Raj Films)-এর প্রযোজনায় ও চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সোনু সুদ(Sonu Sood), সঞ্জয় দত্ত(Sanjay Dutt) । অন্যদিকে, এই ছবিতেই ডেবিউ করতে চলেছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার । ওমিক্রনের বাড়বাড়ন্তের জন্যই এই ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা ।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ(Taran Adarsh) টুইটে লেখেন, ২১ জানুয়ারি আসছে না পৃথ্বীরাজ । এখনও পর্যন্ত পরবর্তী মুক্তির তারিখ ঘোষণা করেনি যশ রাজ ফিল্মস ।
শুধু 'পৃথ্বীরাজ' নয়, এর আগে বেশ কয়েকটি বলিউড ছবি মুক্তির তারিখ পিছিয়ে গিয়েছে । এর মধ্যে রয়েছে এস এস রাজামৌলির আরআরআর(RRR) ও শাহিদ কাপুরের 'জার্সি'(Jersey) ।