আজ অভিনেতা অক্ষয় কুমারের জন্মদিন (Akshay Kumar Birthday)। এই বিশেষ দিনে পরিবারের সঙ্গে মহাকাল দর্শনে এসেছিলেন অক্ষয়। এই সময় তাঁর সঙ্গে মহাকাল দরবারে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শিখর ধাওয়ানকেও।
Rooqma Roy: রটেছিল প্রেমের গুঞ্জন, রাহুল প্রিয়াঙ্কার মিলে যাওয়ায় খুশি তো রুকমা? কী বললেন?
গেরুয়া বসন পরে বাবা মহাকালের ভস্ম আরতি দেখেন অক্ষয়। ভোলেনাথের স্তব গাইতে ও নাচতেও দেখা যায় তাঁকে। ছেলে আরভ, বোন অলকা হিরানন্দানি এবং ভাইঝি সিমরও ছিলেন তাঁর সঙ্গে। এই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা তাঁর আসন্ন সিনেমা 'মিশন রানিগঞ্জ'-এর সাফল্যের জন্যও প্রার্থনা করেছেন। শুক্রবার-শনিবার মধ্যরাতে অক্ষয়ের পরিবার নন্দী হলে বসে ধ্যান করেন।