বৃহস্পতিবার ঘোষিত হল ৬৯ তম জাতীয় পুরস্কার। আর এই মঞ্চে রীতিমতো বাজিমাত করল টলিউড, বলিউড আর দক্ষিণী ছবি। চলতি বছর প্রথম বারের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া ভাট ও কৃতী স্যানন।
গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবির জন্য এই সম্মান পেয়েছেন আলিয়া। অন্যদিকে, মিমি ছবির জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন কৃতী স্যানন। অন্যদিকে, জাতীয় পুরস্কারের মঞ্চেও 'পুস্পা' রাজ চলল। প্রথম বারের জন্য জাতীয় পুরস্কার পেলেন আল্লু অর্জুন । সেরা বাংলা ছবির শিরোপা পেল 'কালকক্ষ'।
এক নজরে দেখে নেওয়া যাক পুরস্কারের তালিকা
সেরা ফিচার ছবি হিসেবে পুরস্কার পেয়েছে আর মাধবনের ছবি রকেট্রি।
সেরা জনপ্রিয় ছবির পুরস্কার এসেছে দক্ষিণী ছবি আর আরআর-এর ঝুলিতে।
সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে কালকক্ষ। সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে পরিচালক সুজিত সরকারের ছবি সর্দার উধম।
সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দ্য কাশ্মীর ফাইলসের অভিনেত্রী পল্লবী যোশী। মিমি ছবির জন্য সেরা সহ অভিনতার পুরস্কার পেয়েছেন পঙ্কজ ত্রিপাঠি।
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি এবং মিমি ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট এবং কৃতী শ্যানন।
পুষ্পা ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন।
সেরা পপুলার ফিল্ম হিসেবে পুরস্কার পেয়েছে আরআরআর।
সেরা পরিচালক হিসেবে সম্মানিত হয়েছেন নিখিল মহাজন।
নার্গিস দত্ত স্মৃতি পুরস্কার পেয়েছে দ্য কাশ্মীর ফাইলস।
সেরা শিশুশিল্পী হিসেবে বেছে নেওয়া হয়েছে ভাবিন রাবালি (চেল্লো শো-র)
সেরা চিত্রনাট্য গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছবির।
সেরা গায়ক আরআরআর ছবির কাল ভৈরব
সেরা গায়িকা শ্রেয়া ঘোষাল।