জামনগরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট-এর প্রাক বিবাহ অনুষ্ঠানে হাজির ছিল গোটা বলিউড। বাবা-মায়ের সঙ্গে উপস্থিত ছিল ছোট্ট রাহাও।
সোমবার সন্ধ্যায় মেয়ে রাহার সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। এই প্রথমবার মেয়ের সঙ্গে ছবি শেয়ার করলেন আলিয়া। যেখানে দেখা যাচ্ছে, মায়ের কোলে খিল খিল করে হাসছে রাহা। দুজনকেই দেখা গিয়েছে একই পোশাকে টুইনিং করতে।
আরও পড়ুন - 'এভাবেও ফিরে আসা যায়'! ১৩ বছর পর SVF-এর জোড়া ছবিতে শুভশ্রী
শুধু রাহা নয়, স্বামী রণবীর কাপুর এবং ননদ কারিনা কাপুর খানের সঙ্গেও ছবি শেয়ার করেছেন আলিয়া। কখনও ননদের সঙ্গে মেক আপ রুম শেয়ারের মুহূর্ত আবার কখনও অনুষ্ঠানের আগে চোখ ধাঁধানো লুক। সবেতেই যেন নজর কেড়েছেন বলি ডিভা।