সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন বলিউডের ‘গাঙ্গুবাঈ’, স্বামীর হাত ধরে এদিন সকালেই দিল্লিতে পৌঁছন অভিনেত্রী।
এখানেই শেষ না, এদিন জাতীয় পুরস্কারের মঞ্চে আলিয়ার পোশাক অনেকেরই চেনা চেনা ঠেকেছে। সকলেই যেন চোখ কচলে ভাবছেন কোথায় যেন দেখেছি এই শাড়ি। আসলে, বিয়ের শাড়ি পরেই রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার নিয়েছেন আলিয়া। একই শাড়ি, একই ব্লাউজ। শুভ দিনের জন্য সবচেয়ে প্রিয় শাড়িটাই বেছেছেন আলিয়া।
এদিন কালো স্যুটে সর্বক্ষণ আলিয়ার ছায়াসঙ্গী হয়ে থাকতে দেখা গেল রণবীরকেও।