রবিবাসরীয় মুম্বইয়ে আরব সাগরের পশ্চিম আকাশে সূর্য ডুবেছে বটে। কিন্তু আলোর ছটা কমেনি। বরং সন্ধে গড়িয়ে রাত যত বেড়েছে, ততই নিয়নের আলোয় আরও উজ্জ্বল হয়েছে টিনসেল টাউন। সৌজন্যে নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি। গত কয়েকদিন আগে রাজস্থানের জয়সলমিরে তাঁদের বিয়ের পোশাকে ছিল ভারতীয় চিরাচতির ঘরানা। কিন্তু এদিন তাঁদের দু জনের পোশাক একেবার পশ্চিমী। আর তাঁদের মেগা রিসেপশনে হাজির গোটা বলিউড। রাত পর্যন্ত ওই পার্টিতে পৌঁচ্ছেছেন আলিয়া ভাট, অজয় দেবগন, কাজল-সহ বলিউডের প্রায় সব প্রথম সারির অভিনেতারা। হাজির ছিলেন বিদ্যা বালান, ইশান খাট্টারাও। বচ্চন পরিবারের প্রতিনিধি হিসাবে সিড-কিয়ারের রিসেপশনে ছিলেন অভিষেক বচ্চনও।
মুম্বইয়ের হোটেল সেন্ট রেজিস, লোয়ার প্যারেলে ছিল সিড কিয়ারার গ্র্যান্ড রিসেপশন। বিয়ের পোশাক থেকে সাজগোজ সবেতেই ছিল আভিজাত্যের ছাপ। এদিন রিসেপশনের আয়োজনে আগাগোড়া ছিল পশ্চিমী ছাপ। রাত একটু বাড়তেই ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করে এই বিয়ে বাড়িতে। আসতে শুরু করেন একে একে তারকারা। রিসেপশন হল সেজে উঠেছিল রাশি রাশি সাদা গোলাপে ৷ মাঝে বড় বড় অক্ষরে লেখা 'SK', অর্থাৎ সিড-কিয়ারা।
রাজস্থানের জয়সলমীর এবং দিল্লিতে বিয়ের উৎসব সেরে প্রায় এক সপ্তাহ পরে মুম্বইতে ফিরেছেন নব দম্পতি। মুম্বইয়ে ফিরতেই বলিপাড়ায় জনপ্রিয় যুগলকে কালিনা বিমানবন্দরে শুভেচ্ছা জানান সকলে। সেখানেই প্রথম মিষ্টি বিলি করেছিলেন নবদম্পতি।