দক্ষিণী নায়ক আল্লু অর্জুন (Allu Arjun) যে 'ফ্লাওয়ার নন ফায়ার' সে টের ইতিমধ্যেই পেয়ে গিয়েছে ভারতীয় সিনেমার দর্শকেরা৷ 'পুষ্পা'র (Pushpa) দেশজোড়া জনপ্রিয়তায় বছর ঘুরলেও ভাটা পড়েনি সেভাবে। এবার এই দক্ষিণী স্টারই পা রাখতে চলেছেন বলিউডে। তাও যে সে ভাবে নয়। শোনা যাচ্ছে, বলিউডের 'পাঠান' শাহরুখ খানের সঙ্গেই পর্দা ভাগ করে নেবেন আল্লু অর্জুন। দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ ছবির হাত ধরে বলিউডে পা রাখতে পারেন 'পুষ্পা'।
Valentine’s Day 2023: ফেরত পেতে চান প্রেমপত্রের যুগ? সাহায্য নিতে পারেন চ্যাটজিপিটির
এই ছবি হিন্দি ছাড়াও মুক্তি পাবে তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায়৷ গোটা ছবি জুড়েই রয়েছেন একাধিক দক্ষিণী তারকা। এদিকে, ৪ বছর বিশ্রামের পর আর সময় নষ্ট করতে রাজি নন বলি বাদশা। পাঠান ছবির দেশজোড়া সাফল্যের মধ্যেই চলতি মাসের প্রথম থেকেই ‘জওয়ান’ ছবির শুটিং-য়ে ফিরেছেন শাহরুখ। আল্লু-বাদশা রসায়ন দেখতে এখন মুখিয়ে গোটা দেশ।