আজ বলিউড অভিনেতা আমির খানের (Amir Khan) ৫৭ তম জন্মদিন । জন্মদিনে, যে প্রচুর উপহার পেয়েছেন অভিনেতা, তা বলাই বাহুল্য । তবে, জন্মদিনে সেরা উপহার দিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও (Kiran Rao) । একথা নিজেই জানিয়েছেন আমির খান ।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার আমির খান জানান, কিরণ ছাড়া আর কেউ তাঁকে এত ভাল করে জানে না, চেনে না । একবার কিরণকে তিনি তাঁর দুর্বলতা এবং ত্রুটিগুলির একটি তালিকা তৈরি করতে বলেছিলেন । কারণ তিনি এই বছরটা নিজের দিকে মন দিতে চান, নিজেকে সবদিক থেকে আরও ভালভাবে তৈরি করতে চান । আমির জানিয়েছেন, কিরণ তাঁকে ১০ থেকে ১২ পয়েন্টের একটি তালিকা দিয়েছেন । আর এটাই ছিল তাঁর জন্মদিনের সেরা উপহার ।
আমির আরও জানিয়েছেন, তিনি এবং কিরণ উভয়ই একে অপরকে ভালোবাসেন এবং সম্মান করেন । তবে তা সবার পক্ষে বোঝা সম্ভব নয় । কারণ এই ধরনের বন্ধন, সম্পর্ক সাধারণত দেখা যায় না ।
দঙ্গল অভিনেতা বলেন, তাঁরা সবসময় একে অপরের পাশে রয়েছেন, থাকবেন । একসঙ্গেই কাজ করছেন তাঁরা । তবে, আমরা আর স্বামী-স্ত্রী নই । সেকারণেই আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিই ।